অনলাইনে বিচারকরা ছুটি নিতে পারবেন !

0
36

নিউজ ডেস্ক:

সারা দেশের নিম্ন আদালতের বিচারকরা ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণ অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে অনলাইনে ছুটি নিতে পারবেন। ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে এই ছুটি নেওয়া যাবে।

গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে ২১ জেলার বিচারকদের জন্য এই কার্যক্রম শুরু করা হয়। এখন সারা দেশের বিচারকরা এ আওতায় আসলেন।

এর আগে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে এ বিষয়ে প্রধান বিচারতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে অধস্তন আদালতের বিচারকদের ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণের লক্ষ্যে ই-অ্যপ্লিকেশন সফটওয়্যার চালু করা হয়েছে। ইতোমধ্যে ২১টি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং ১ জানুয়ারি থেকে সারাদেশের বিচারকদের জন্য শুরু হবে।

বিচারকদের ছুটির প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যারে প্রবেশের পর ছুটির কারণ ও সময় লিখে অনুমতি চাইতে হবে। রেজিস্টার জেনারেলের কার্যালয় থেকে এ বিষয়ে সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যাবে।

এ পদ্ধতির সুবিধা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, নতুন এ পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছুটির বিষয়টি জানা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তা কতদিন ছুটিতে থাকছেন, সে হিসাব রাখাও সহজ হবে। ফলে অধস্তন আদালতের বিচারকদের ভোগান্তি কমবে।

পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করার আগে গত ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেন হাইকোর্ট বিভাগ থেকে।