চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের রতিরামপুর ও রাঙ্গিয়ারপোতা গ্রামে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে, আতঙ্কিত আশপাশের কয়েক গ্রামের মানুষ। রোগীদের সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।
জানা গেছে, জীবননগরের রতিরামপুর ও রাঙ্গিয়ারপোতা গ্রামের প্রায় তিন হাজার মানুষের বসবাস। কয়েক মাস আগে রতিরামপুর গ্রামের ১/২ জনের শরীরে এধরনের চর্ম রোগ দেখা দেয়। ধীরে ধীরে তা বৃদ্ধি পেয়ে শতাধীক মানুষের শরীরে আক্রান্ত হয়। একইসাথে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে পাশের গ্রাম রঙ্গিয়ারপোতায়ও। নারী-পুরুষসহ শিশুরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। বেশীরভাগ রোগী হতদরিদ্র হওয়ার কারনে তারা ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। এ অবস্থায় একে অপরের বাড়িতে যাওয়া আসা প্রায় বন্ধ করে দিয়েছে। এ রোগে আক্রান্ত গ্রাম দুটির বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, আক্রান্ত গ্রাম দুটিতে নলকুপের পানি ছাড়া অন্য কোন পানি ব্যবহার না করাই ভালো। তিনি আতঙ্কিত হয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন।