অচিরেই এখানে একটি হিমাগার নির্মাণ হবে

0
8

গাংনীর সাহারবাটির মাঠ পরিদর্শনকালে এমপি সাহিদুজ্জামান খোকন
নিউজ ডেস্ক:মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সবজি সুন্দর পরিচিতি গাংনী তথা মেহেরপুর জেলার। এ গ্রামটি সবজি উৎপাদনে দেশসেরা বললেও ভুল হবেনা। আগাম শীতকালীন, গ্রীস্মকালীন সবজি বলি না কেন, সব ধরনের আগাম ও মৌসুমী সবজি উৎপাদন করে নিজ জেলার চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে চলেছে। এরই সাথে সাহারবাটি বিষমুক্ত বিভিন্ন সবজি বিভিন্ন জায়গার মানুষ খেয়ে এবং ব্যবসায়ীরা পেয়ে আমাদের জেলার মুখ উজ্জল করেছে। গাংনী তথা মেহেরপুর জেলা এখন সন্ত্রাস বা চাঁদাবাজ নয়, তারা সবজিও জেলা কৃষির জেলায় রুপান্তর হয়েছে। আমাদের মান বেড়েছে। কৃষির মান বাড়িয়েছে। কিন্তু গাংনীর সাহারবাটি এলাকার কৃষক ভাইয়েরা ফসল উৎপাদনে এগিয়ে থাকলেও এখানে হিমাগার না থাকায় উৎপাদিত সবজিগুলো নষ্ট হয়ে যায়। যে কারণে এ অঞ্চলে একটি ফসল সংরক্ষনের জন্য একটি হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই এখানে একটি হিমাগার নির্মাণ হবে। আর এটা নির্মাণ করা হলে আর এখান কৃষকদের কোনভাবে লোকসান গুনতে হবে না।
গতকাল শুক্রবার বিকেলে গাংনীর সাহারবাটি মাঠ পরির্দশনে গিয়ে এসব কথা বলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। এসময় সাহারবাটির মাঠে, ফুলকপি, কচু, বরবটি লালশাকসহ চলতি মৌসুমের বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনের আগে এমপি সাহিদুজ্জামান খোকন সাহারবাটি আইএফএম কৃষি ক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন। ক্লাবের সভাপতি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দিন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, জেলা পরিষদের সদস্য তৌহিদ মোর্শেদ অতুল ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীন রেজা প্রমুখ।