বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

অক্ষয়ের ‘জলি এললবি ২’-এর বিরুদ্ধে মামলা !

নিউজ ডেস্ক:

অক্ষয় কুমার অভিনীত ‘জলি এললবি ২’-এর বিরুদ্ধে মামলা দায়ের হলো ভারতের আদালতে। আইনজীবী অজয় কুমার এল ওয়াঘমারে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করে বলেছেন সিনেমার নাম থেকে ‌‘‌এলএলবি’‌ সরাতে হবে। তার কথায়, ‘‌ভারতের আইন পেশাকে ইচ্ছা করে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। ’‌

তিনি আরও বলেছেন, সিনেমার ট্রেলারে দেখা যাচ্ছে অক্ষয় তাস খেলছেন এবং আদালত চত্বরে নাচগান করছেন। দেখে মনে হচ্ছে, দেশের আইন পেশা, এর নিয়মানুবর্তিতা এবং মূল্যবোধের ওপর অক্ষয় অভিনীত চরিত্রের কোনো শ্রদ্ধা নেই। তার আবেদন, আদালত যেন এই ট্রেলার সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে প্রচারের বিরুদ্ধে নির্দেশিকা জারি করে।

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা অনু কাপুরের সঙ্গে আদালতে বাক্য বিনিময় করবেন জগদীশ মিশ্র। জগদীশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে। কাহিনীর সঙ্গে যা সঙ্গতিপূর্ণ। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জলি এলএলবি ২। তার আগে ২৪ জানুয়ারি এই মামলার শুনানি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular