বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Home Blog Page 2848

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনায় পৃথক দুই মামলা

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ একটি এবং হামলার শিকার বাংলানিউজের বিশেষ প্রতিনিধি রমেন দাশ গুপ্ত বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন।

দায়েরকৃত মামলা দুটিতে আটক চার যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে চারজনের নাম উল্লেখসহ ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যবদ্ধ সনাতন সমাজ, বাংলাদেশ নামে একটি সংগঠনের মানববন্ধন কর্মসূচি থেকে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এ সময় চার সাংবাদিককে লাঞ্ছিত করা হয়।

যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন হজ যাত্রীরা

নিউজ ডেস্ক:

যেকোনো এয়ারলাইন্স হজযাত্রী বহন করতে পারবে বলে রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করবে সরকারি এমন সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে।

আদালতে হজযাত্রীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

আদালত সূত্র জানায়, বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহন হজযাত্রী বহন করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সহ-সভাপতি আব্দুল কবির খান ও মহাসচিব শেখ আব্দুল্লাহসহ রেজাউল ইসলাম নামের এক হজ যাত্রী।

একই বছরের ২৯ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ নিয়ে রুল জারি করেন।

রুলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত।

এরপর ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হজযাত্রীরা যেকোনো এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন বলে রায় দেন।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ সে আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের রায় বহাল থাকলো।

আত্মঘাতী হামলাকারী সাত বছরের শিশু !

নাইজেরিয়ায় সাত বছরের দুটি শিশুকে আত্মঘাতী হামলাকারী হিসেবে ব্যবহার করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দুই শিশুসহ নিহত হয়েছে তিনজন। আহত হয়েছে ১৮ জন। রাজধানী মাইদুগুরির একটি বাজারে এ হামলা চালানো হয়েছে বলে রোববার মেইল অনলাইন জানিয়েছে।

 

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়াতে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামই এ ধরণের হামলাগুলি চালিয়ে থাকে। এর আগে গোষ্ঠীটি বিভিন্ন সময় আত্মঘাতী হামলায় নারী ও কিশোরীদের ব্যবহার করেছে। তবে দেশটিতে হামলাকারী হিসেবে শিশুদের ব্যবহার এই প্রথম।

 

মাইদুগুরির সেনাবাহিনীর এক সদস্য  জানিয়েছেন, বিস্ফোরণের আগে তিনি মেয়ে দুটিকে দেখেছেন।

 

তিনি বলেন, ‘ তারা একটি রিকশা থেকে নেমে আমার সামনে দিয়ে হেটে গিয়েছিল। এ সময় তাদের চেহারায় কোনো আবেগের চিহ্নও ছিল না। আমি তাদের একজনের সঙ্গে ইংরেজি ও হাউসা ভাষায় কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। আমি ভেবেছিলাম ওরা হয়তো তাদের মাকে খুঁজছে। একটি শিশু বাজারে মুরগি বিক্রেতার দোকানের কাছে যায় এবং বোমার বিস্ফোরণ ঘটায়।’

 

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বোকো হারামের হামলায়  কমপক্ষে ২০ হাজার লোক নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ।

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে ডেকেছেন সুচি!

নিউজ ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফোরামে বসতে যাচ্ছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচি। তিনি দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আসিয়ানের এক অনির্ধারিত বৈঠক ডেকেছেন।

ইয়াঙ্গুনে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর এই বৈঠক হবে। খবর এশিয়ান রিভিউয়ের। বৈঠকে মুসলিম রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মিয়ানমার সরকারের অবস্থান তুলে ধরবেন সুচি।

গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে আসছে।

সেনা নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

আর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুদি গত ৬ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নাইপেদোতে গিয়ে সুচির সঙ্গে দেখা করে রোহিঙ্গা ইস্যুতে তার সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে এসেছেন।

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ বিল ইংলিশ!

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন বিল ইংলিশ। দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিয়োগ দিয়েছে।

সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে জন কির স্থলাভিষিক্ত হচ্ছেন বিল ইংলিশ।

গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগের কথা ঘোষণা করেন জন কি। তিনি আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার কথাও জানান তিনি।

জন কির পদত্যাগের পর দায়িত্ব সামলান তার উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ। এরপর দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশকে নিয়োগ দিল।

ন্যাশনাল পার্টির ককাসের এক বৈঠকের পর বিল ইংলিশের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। আর সামাজিক গৃহায়ণমন্ত্রী পলা বেনেটকে (Paula Bennett) উপপ্রধানমন্ত্রী করা হয়েছে।

বিল ইংলিশের সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা।

টুইটারে দেওয়া প্রতিক্রিয়ায় বিল ইংলিশ বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পেরে তিনি উৎফুল্ল ও বিনয়ী।

জয়ললিতার শোকে মৃতের সংখ্যা ২৮০!

নিউজ ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যের সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যু শোকে অন্তত ২৮০ জন মারা গেছেন। তিনদিন আগে এই সংখ্যা ছিল ৭৭ জন।

শনিবার জয়ললিতার দল এআইএডিএমকে’র সদর দপ্তর থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

জয়ললিতা তার ভক্তদের কাছে আম্মা হিসেবে পরিচিত। এদিকে দলটির নেত্রী হয়েছেন শশীকলা নটরাজন। তিনি দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন নতুন সেক্রেটারি পদে নির্বাচনও হতে পারে বলে দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শনিবার এআইএডিএমকের নেতৃত্ব জানিয়েছে, জয়ললিতার মৃত্যুর পর কেবল শোকেই মারা গেছেন ২০৩ জন। তবে সব মিলে মৃতের সংখ্যা ২৮০। চেন্নাই, ভেলোর, তিরূপুর, কৃষ্ণগিরি এবং তিরুভাল্লোরসহ বিভিন্ন স্থান থেকে দলের সদর দপ্তরে মৃতের খবর পাঠানো হয়েছে। দলটি আগেই মৃতদের পরিবারের জন্য ৩ লাখ রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

গত ২২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন জয়ললিতা। ৪ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর ৫ ডিসেম্বর রাতে মারা যান তিনি।

কেনিয়ায় পদার্থবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩০!

নিউজ ডেস্ক:

কেনিয়ায় পদার্থবাহী ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির ধাক্কায় বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে দেশটির নাইরোবি-নাইভেসিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্যাঙ্কারচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ১২ গাড়ি পুড়ে গেছে। এর মধ্যে একটি পিএসভি ও বাকিগুলো ব্যক্তিগত গাড়ি ছিল।

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০!

নিউজ ডেস্ক:

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আকওয়া ইবম রাজ্যের গভর্নর উদম এমানুয়েলসহ কয়েকশ মানুষ ঘটনার সময় উপস্থিত ছিলেন। তবে গভর্নর অক্ষত আছেন বলে জানা গেছে।

আজ রোববার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, গির্জাটির নির্মাণকাজ চলছিল এবং অভিষেক অনুষ্ঠানের জন্য তারা দ্রুতগতিতে কাজ করে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ধাতব গার্ডার ও লোহার পাত ধসে পড়েছে।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ধ্বংসস্তূপ সরানোর সময় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে নাইজেরিয়ার একটি টেলিভিশনে বলা হয়, ‘গির্জার স্বাভাবিক কাজকর্ম চলছিল। গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ প্রার্থনারত লোকজনের ওপর গির্জার ছাদটি ধসে পড়ে। দ্রুত গভর্নরকে উদ্ধার করা হয়। তবে অন্যদের ভাগ্য খারাপ ছিল।’

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় গৃহহীন ৪৩ হাজার মানুষ!

নিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে ৪৩ হাজার মানুষ। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মারা গেছে কমপক্ষে ১০০ জন। এছাড়া বিধ্বস্ত হয়েছে ১১ হাজারেরও বেশি ভবন।

শনিবার সরকার ও ত্রাণ সহায়ক সংস্থাগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত তিনটি জেলায় ত্রাণ পাঠানো হয়েছে। কিন্তু গৃহহীন লোকের সংখ্যা বেড়ে চলছে। এসব লোকদের মৌলিক চাহিদা মেটানোর চেষ্টা চলছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত এলাকা থেকে লোকজনকে সরানোর সময় অবশ্যই তাদের মৌলিক চাহিদা পূরণ করা হবে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিডি জায়া জেলা। এখানে মানবিক গ্রুপগুলো তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত শহর মেউরিউদুতে মৃতদেহ খোঁজার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়েছে। এছাড়া কেউ বেঁচে আছে কি না সে খোঁজও চলছে।

শুক্রবার প্রেসিডেন্ট জোকো উইদোদো আচেহ প্রদেশে সফর করেছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেছেন। এসময় তিনি ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলো পুননির্মাণের আশ্বাস দেন।

শান্তিতে নোবেল পেলেন সান্তোস!

নিউজ ডেস্ক:

চলতি বছরে শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

স্থানীয় সময় শনিবার নরওয়ের রাজধানী অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে নোবেল গ্রহণ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

কলম্বিয়া রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ৫০  বছর ধরে চলা যুদ্ধ বন্ধে চুক্তির জন্য সান্তোসকে শান্তিতে নোবেলের জন্য নির্বাচিত করে নরওয়ের নোবেল কমিটি।

কলম্বিয়ায় সরকারি বাহিনী ও ফার্কের মধ্যকার যুদ্ধে কমপক্ষে দুই লাখ ২০ হাজার লোকের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০ লাখ মানুষ।

নোবেল পুরস্কার পাওয়ার পর এক বক্তৃতায় সান্তোস বলেন, ‘যুদ্ধ চালানোর চেয়ে শান্তি প্রতিষ্ঠা অনেক বেশি কঠিন।’

‘আসল পুরস্কার হলো কলম্বিয়ায় শান্তি।’

সান্তোস বলেন, সিরিয়া কিংবা দক্ষিণ সুদানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সংঘাত বন্ধের একটি নজির হতে পারে ফার্ক যোদ্ধা ও সরকারের মধ্যকার শান্তিচুক্তি।

‘অনেক বেশি সংঘর্ষ ও অসহিষ্ণুতার পৃথিবীতে কলম্বিয়ার শান্তিচুক্তি আশার আলো’, বলেন সান্তোস।