বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে এখন টাইগাররা।

নিউজ ডেস্ক:

ক্যারিবীয় দ্বীপে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের ফিরে পেয়েছে টাইগাররা। মাশরাফির জাদুতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ২৩১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। আর তাতেই ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় টিম বাংলাদেশ।

বলা যায়, এই জয়ের মধ্য দিয়ে ক্যারিবীয় দ্বীপে জয়ের খরা কাটালো বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় পায় টাইগারা। সেই সফরে বাংলাদেশ টেস্ট সিরিজ জেতে ২-০তে। আর ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় ৩-০ ব্যবধানে। পরাজয়ের পাতায় জমা হয় শুধু ১টি টি-টোয়েন্টি। সে অনুযায়ী, ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজে জয় টাইগাররা।

আরো পড়ুন :

ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানের ব্যাবধানে হারিয়ে দিলো বাংলাদেশ !

 

মাঝে অবশ্য ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করে টাইগাররা। তবে ওই সফরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular