নিউজ ডেস্ক:
দেড় বছরেরও বেশি সময় পর লাল বল হাতে মাঠে ফিরেছেন মুস্তাফিজ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট এবং দ্বিতীয় টেস্ট সিরিজ খেলতে সাদা পোশাকে মাঠে নেমেছেন তিনি।
২০১৫ সালের জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় বাংলাদেশের তরুণ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের। এরপর বাংলাদেশ খেলেছে আরও তিনটি টেস্ট সিরিজ। কিন্তু মাঠে নামা হয়নি মুস্তাফিজের। চোটের কারণে দর্শক হয়ে দেখেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এর মধ্যে ইংলিশদের বিপক্ষে সিরিজটি ঘরের মাঠেই ছিল।
ইনজুরি থেকে ফিরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও লংগার ভার্সনে মাঠে নামা হয়নি বাঁ-হাতি মুস্তাফিজের। যেখানে ১৫টি টি-টোয়েন্টি ও ১১টি ওয়ানড খেলেছেন মুস্তাফিজ। সেখানে গল টেস্ট তার ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট। এখন পর্যন্ত ওয়ানডেতে তার ঝুলিতে জমা পড়েছে ৩০টি, টি-টোয়েন্টিতে ২৩টি এবং টেস্টে ৪টি উইকেট।
তবে এবার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ২০ মাস পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে লাল বল হাতে মাঠে নেমেছেন তিনি।