বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

হাথুরুসিংহেকে যা আনতে বলেছিলেন ইমরুল !

নিউজ ডেস্ক:

বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস খুব করে চান চন্ডিকা হাথুরুসিংহে ফিরে আসুক। বিপিএলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচের বিষয়ে প্রশ্ন করা হয় ইমরুলকে।
৩০ বছর বয়সী এ ক্রিকেটার জানান, আমি চাই তিনি ফিরে আসুন। কারণ দক্ষিণ আফ্রিকা সফর শেষে আমি তাকে একটি ক্রিকেট গিয়ার্স আনতে দিয়েছিলাম!

ইমরুল আরও বলেন, বলা ছিল, তিনি এরপর যখন দেশে ফিরে আসবেন, তখন সেটা নিয়ে আসবেন। এখন তিনি আর না আসলে আমার সে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রীটা আর পাবো না!

হাথুরুসিংহে অবশ্য ২-১ দিনের মধ্যেই পা রাখবেন ঢাকায়। সেটি বিসিবির সাথে তার সম্পর্ক চুকিয়ে নিতেই। ইমরুল কী শেষ পর্যন্ত পাবেন তার ক্রিকেট গিয়ার্স!

Similar Articles

Advertismentspot_img

Most Popular