হতাশ করলেন জোকোভিচ !

0
32

নিউজ ডেস্ক:

ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নেমেছিলেন, দ্বিতীয় রাউন্ডেই আসর ছাড়তে নয়। তবে শেষটাই সত্যি হল। অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরে ছয় বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের কাছে হেরে গেছেন। এ আসরের ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য হার এটি।

জেতার পর উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের উচ্ছ্বাসটা ছিল বাঁধ ভাঙা। তবে প্রতিপক্ষের জন্য দুঃখও প্রকাশ করেছেন। তিনি বলেন, নোভাকের জন্য কষ্ট লাগছে। আমি আজ একটু বেশি ভালোই খেলে ফেলেছিলাম!

জোকোভিচ বলেন, ডেনিসই সমস্ত কৃতিত্বের দাবিদার। সেই জেতার যোগ্য ছিল।

ক্যারিয়ারের সপ্তম শিরোপা জিততে এসে জোকোভিচ হেরেছেন ৭-৬ (১০/৮), ৫-৭, ২-৬, ৭-৬ (৭/৫), ৬-৪। হারের পরই মুখ ঢেকে ফেলেন হতাশায়। তবে কান্নাটাকে লুকাতে পারেননি।