বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সোয়ানসি সিটির জালে লিভারপুলের ৫ গোল !

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৫-০ গোল উড়িয়ে দিয়েছে লিভারপুল। ম্যাচে ফারমিনহোর জোরা গোলের পাশাপাশি কৌতিনহো, আলেক্সান্ডার-আরনল্ড ও অক্সালেড চ্যাম্বারলিন একটি করে গোল করেছেন।

ম্যাচের প্রথমার্ধের ৬ মিনিটে মোহাম্মদ সালাহ’র পাসে এগিয়ে যায় সোয়ানসি সিটি। এরপর লিভারপুলকে ১-০ তে এগিয়ে দেন ফিলিপ কৌতিনহো। গোল খেয়ে সমতায় ফিরতে প্রথমার্ধের বাকি সময় বেশ ভালোই লড়েছিল সফরকারীরা। কিন্তু লাভ হয়নি। পিছিয়ে থেকেই যেতে হয়েছে বিরতিতে। বিরতির পর আর সুযোগ পায়নি সোয়ানসি।

এরপর জোরা গোল করেন ফারমিনহো। কৌতিনহো, আলেক্সান্ডার-আরনল্ড ও অক্সালেড চ্যাম্বারলিন একটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular