নিউজ ডেস্ক:
টেনিস থেকে অবসর নিয়েছেন বিশ্বের সাবেক নাম্বারওয়ান আনা ইভানোভিচ। দুই বছর ধরেই ফর্ম ভালো যাচ্ছিল না ২৯ বছর বয়সী এ সার্বিয়ান টেনিস তারকার। বুধবার আনা অবসরের ঘোষণা দেন। ২০০৮ সালের ফরাসি ওপেনসহ মোট ১৫ টাইটেল জিতেছিলেন আনা। কিন্তু দীর্ঘ সময় টেনিস থেকে দূরে থাকায় তার বর্তমান অবস্থান ৬৩।
টেনিসে এক নম্বর স্থান দখল করলেও বারবার চোটের কারণে টেনিস থেকে দূরে থাকতে হয়েছে আনাকে। তাই ক্যারিয়ারটাকেও দীর্ঘ করতে পারেননি। ফেসবুকেে দেয়া লাইভে আনা বলেন, এটা খুবই কঠিন সিদ্ধান্ত। কিন্তু উদযাপন করার মতো কিছুই বাকি নেই। এটা সবাই জানে যে ইনজুরির কারণে বার বার আমি ক্ষতির সম্মুখীন হয়েছি… প্রত্যাশামতো খেলতে পারলে আমি তা চালিয়ে যেতাম। কিন্তু সেটা আর কখনোই করতে পারবো না।
১২ জুলাই জার্মান ফুটবল তারকা বাস্তিয়ান সোয়াইনস্টেগারকে বিয়ে করেন আনা। বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছাদূত জনকল্যাণমূলক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার ব্যাপারে আনা বলেন, আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। অন্যদেরও আমি এ বিষয়ে সাহায্য করতে চাই।