বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সাকিব-সাব্বিরে লড়াইয়ের ২৫৫ রানের পুঁজি পেল বাংলাদেশ !

নিউজ ডেস্ক:

সাকিব আল হাসান ও সাব্বির রহমানের ব্যাটে ভর করে ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে লড়াইয়ে ন্যূনতম পুঁজি পেল বাংলাদেশ। ৪৮.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে মাশরাফি বাহিনী।

এর আগে ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে মারকুটে অর্ধশতক তুলে নেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ৩ ছক্কা ও ২টি চারের মারে ৫১ বলে ৫০ রান সংগ্রহ করেন এ ব্যাটসম্যান। তবে অর্ধশতকের পর দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর আরও চড়াও হতে গিয়ে সাজঘরে ফিরেন সাব্বির। আউট হন ৫২ রানে। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ৫৪ বলে ৬টি চারের মারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। আউট হওয়ার আগে ৬৮ রান সংগ্রহ করেন সাকিব। তাদের দুজনের অর্ধশতকে ভর করে শুরুর ধাক্কা সামলিয়েছে মাশরাফি বাহিনী।

এর আগে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
৬৩ রানের মধ্যেই খুইয়েছে ৪ উইকেট। দলীয় ৬১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৌম্য সরকার (৩) এবং ইমরুল কায়েস (২৭)। দুজনই ফ্র্যালিংকের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তিন নম্বরে নেমে লিটন দাসও ৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। মুশফিক ২২ ও মাহমুদউল্লাহ ২১ রন সংগ্রহ করেন।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাশের উপস্থিতি পাল্টে দিয়েছে টাইগারদের থিতিয়ে পড়া মনোভাব। তবে ইমরুল-সৌম্য সেই প্রমাণ রাখতে পারলেন না।

ওয়ানডে সিরিজ শুরুর আগে ওপেনিং জুটি নিয়ে হয়তো এবার ভাবতে হবে টিম ম্যানেজম্যান্টকে। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান, অল-রাউন্ডার নাসির হোসেন, পেসার সাইফ উদ্দিনরা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে নেতৃত্ব দিচ্ছেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, এইডেন মার্করাম এবং স্পিনার কেশব মহারাজ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular