শাকিরার জন্যই বার্সা ছাড়ছেন জেরার্ড পিকে!

0
35

নিউজ ডেস্ক:

স্ত্রীর দাবি মেনে কি তাহলে শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়বেন জেরার্ড পিকে? শোনা যাচ্ছে পিকেকে ন্যু ক্যাম্প ছাড়ার বিষয়ে রাজি করিয়ে ফেলেছেন শাকিরা। স্প্যানিশ ফুটবলে এখন এই নিয়েই জল্পনা তুঙ্গে।
পপ তারকা শাকিরা নাকি আর চাইছেন না বার্সায় থাকুন তার স্বামী তথা স্প্যানিশ ফুটবলার পিকে। কারণ শাকিরা মনে করেন দীর্ঘ দিন ক্যাটালিয়ান্স ক্লাবে খেলার ফলে চাপ বাড়ছে তার স্বামীর ওপর। একই সঙ্গে মাঠের বাইরেও মাঝে মাঝেই বিতর্কে জড়িয়ে যাচ্ছেন তারকা এই ফুটবলার।

শাকিরা চাইছেন খোলা মনে ফুটবল খেলুন পিকে। পপ সিঙ্গার চান বার্সা ছেড়ে লন্ডনে গিয়ে খেলুন তার বেটার হাফ। সেক্ষেত্রে বিতর্ক থেকে দুরে থাকতে পারবেন পিকে। স্ত্রী এই নির্দেশ নিয়ে রীতিমত ভাবনা চিন্তা শুরু করেছেন পিকে। আর বার্সায় নাকি এই তারকা ফুটবলারের দিন ঘনিয়ে এসেছে।