নিউজ ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আপোয়েল নিকোশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদান শিষ্যরা।
দলের হয়ে অন্য গোলটি করেন সার্জিও রামোস।
‘এইচ’ গ্রুপে বুধবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে অ্যাপোয়েলকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে ম্যাচে প্রায় একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
শিরোপা ধরে রাখার মিশনে রিয়ালের হয়ে প্রথম একাদশে মাঠে নামেন রোনালদো। নিষেধাজ্ঞার কারণে লিগ ম্যাচে খেলতে না পারা এ তারকা মাঠে নেমেই ঝলক দেখালেন। ম্যাচের ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো। ম্যাচের ৬১ মিনিটে ওভারহেড থেকে দলের তৃতীয় ও জয়সূচক গোলটি করেন গ্যালাকটিকো অধিনায়ক রামোস।