বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রোনালদো ভিন্ন গ্রহের এবংবিশ্বসেরা: জিদান !

নিউজ ডেস্ক:

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ভিন্ন গ্রহ থেকে এসেছেন এবং বিশ্বসেরা বলে দাবি করেছেন দলটির কোচ জিনেদিন জিদান।

৩২ বছর বয়সী রোনালদো ২০১৬-১৭ মৌসুমে আরও একটি উপভোগ্য সময় পার করেছেন।
গোল করেছেন ৪২টি। এ সময় তিনি রিয়ালকে লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ে সহায়তা করেছেন।

জিদান তার শিষ্য সার্জিও রামোস ও করিম বেনজেমারও প্রশংসা করেছেন, তবে রোনালদোকে বলেছেন অন্যতম। বিইন স্পোর্টসকে ফরাসি কোচ বলেন, ‘রামোস হচ্ছে নেতা। রোনালদো ভিন্ন গ্রহ থেকে এসেছে। আর বেনজেমা নিখাদ মেধাবী।

রোনালদোর বুঝে নেওয়ার দক্ষতার প্রশংসা করে জিদান বলেন, তাকে বোঝানো খুব সহজ। তিনি খুবই বুদ্ধিমান এবং নিজের সম্পর্কে দারুণ আত্মবিশ্বাসী। তিনি সতীর্থদের দিয়েও অনেক কিছু করিয়ে নেন। রোনালদো সেরাদের সেরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular