বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন জিদান !

নিউজ ডেস্ক:

প্রধান কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন জিনেদিন জিদান। শনিবার বিষয়টি নিশ্চিত করে ফরাসি এই কিংবদন্তি বলেছেন, পরপর চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মেয়াদ বাড়ানো সংক্রান্ত একটি চুক্তিপত্রে তিনি স্বাক্ষর করবেন।

স্প্যানিশ সুপার কাপকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘এটি আস্থার একটি স্বীকৃতি। এ জন্য আমি খুশি। কারণ আমরা ভালো কাজ করেছি।

মাদ্রিদের ক্রীড়া বিষয়ক দৈনিক এএসের রিপোর্টে বলা হয়, মাত্র ২০ মাস দায়িত্ব পালন করার সময় চ্যাম্পিয়ন্স লীগের দুটি শিরোপা জয়ের পুরস্কার হিসেবে তার সঙ্গে আরো তিন বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল। পাশাপাশি ৫ বছর পর দলকে প্রথমবারের মত লা লীগার শিরোপা এনে দেয়ারও পুরস্কার এটি।

সান্তিয়াগো বার্নব্যুতেই ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ারের ইতি টানা জিদান বলেন, ‘এখানে আমি প্রতিটি দিন উপভোগ করি। এ রকম অসাধারণ একটি স্কোয়াড পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। দলটি নিয়ে আমি খুব খুশি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular