বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ম্যাথিউজকে না পেলে সমস্যায় পড়বে শ্রীলঙ্কা: সাঙ্গাকারা !

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে কার্যত বাঁচা মরার ম্যাচে নামবে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে ম্যাথিউজকে ম্যাচ উইনারের ভূমিকায় দেখতে চাইছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

বাঁ-হাতি এই ব্যাটসম্যান জানান, ভারতের বিরুদ্ধে ম্যাচ জিততে গেলে শ্রীলঙ্কার তরুণ দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। শুধু তাই নয়, দলের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক ম্যাথিউজকেও বাড়তি দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে প্রথম ম্যাচে কাফ মাসলে চোটের জন্য দলের বাইরে ছিলেন ম্যাথিউজ। এরপর অধিনায়ক হিসেবে উপুল থারাঙ্গা নেতৃত্ব দিলেও স্লো ওভার রেটের জন্য সাসপেনশনের মুখে পড়েছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবারও ম্যাথিউজকে না পাওয়া গেলে লঙ্কাবাহিনী সমস্যায় পড়তে পারে সে কথা মেনে নিলেন সঙ্গাকারা।

উইকেটকিপার ব্যাটসম্যান জানান, ভারতের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ম্যাথিউজ দলের বাইরে থাকলে লঙ্কাবাহিনীর জয়ের সম্ভবনা কমে যাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular