নিউজ ডেস্ক:
কলম্বো টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট পূর্ণ করে গ্ল্যান ম্যাকগ্রাকেও ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। আগের দিনের চার উইকেটের সঙ্গে শনিবার আরো এক উইকেট যোগ করে রেকর্ড গড়েছেন এ ক্রিকেটার। সব মিলিয়ে ১১৬ রানে পাঁচ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার একাই গুঁড়িয়ে দেন হেরাথ।
ক্যারিয়ারে ৩০তম বারের মতো পাঁচ উইকেট নেন হেরাথ। পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারিদের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন ।
পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার পাঁচ উইকেট পেয়েছেন ২৯ বার। এ তালিকায় সবার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার গ্রেট মুত্তিয়া মুরালিধরণ। ক্যারিয়ারে ৬৭ বার পাঁচ উইকেট পেয়েছেন ৮০০ উইকেট পাওয়া মুরালি।
পরের অবস্থানটাই সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের। মুরালির থেকে ৩০ কম অর্থ্যাৎ ৩৭ বার পাঁচ উইকেট পেয়েছেন ওয়ার্ন। এছাড়া নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি ৩৬ বার এবং ভারতের অনিল কুম্বলে ৩৫ বার পাঁচ উইকেট পেয়েছেন।
বাঁহাতি বোলারদের তালিকায় দীর্ঘদিন ধরে দুইয়ে অবস্থান করছেন হেরাথ। টেস্ট ক্রিকেটে ওয়াসিম আকরাম সর্বোচ্চ ৪১৪টি উইকেট নিয়েছেন। ৩৭৮ উইকেট নিয়ে হেরাথ আছেন দুইয়ে। এরপর ড্যানিয়েল ভেট্টোরির অবস্থান। ভেট্টোরি উইকেট পেয়েছেন ৩৬২টি। তবে বাঁহাতি স্পিনারদের তালিকায় সবার উপরেই আছেন হেরাথ। এ তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসানের অবস্থান পাঁচে। বিশ্বসেরা অলরাউন্ডার টেস্টে উইকেট পেয়েছেন ১৭৬টি।