বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে জেলা আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১২৪ জন ভোটারের মন জয় করতে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে আমিরুল ইসলাম (নীল) ৭৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দী (সবুজ) প্যানেলের সোহরাব হোসেন পান ৪৫টি ভোট। সাধারণ সম্পাদক পদে (সবুজ) প্যানেলের শাহাদুল ইসলাম ৭৩ ভোট পেয়ে নিবৃাচিত হন। তার তার নিকট তম প্রতিদ্বন্দী (নীল) প্যানেলের আহসান হাবিব বেল্টু পান ৪৯ ভোট।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি পদে নাসির উদ্দিন (সবুজ) ৭৪ ভোট, আবুল হাসান (নীল) ৬৪ ভোট, যুগ্ম সম্পাদক পদে আব্দুল সাত্তার (সবুজ) ৭৪ ভোট, সিদ্দিকুর রহমান স্বপন (নীল) ৫৮ ভোট, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম (সবুজ) (লটারির মাধ্যমে বিজয়ী) ৫৫ ভোট, সদস্য পদে মিজানুর রহমান (নীল) ৭২ ভোট, সানোয়ার হোসেন (নীল) ৬৯ ভোট, ইদ্রিস আলী (নীল) ৬৩ ভোট, আব্দুল বাতেন (সবুজ) ৫৭ ভোট এবং লাটারির মাধ্যমে আরিফুল ইসলাম (সবুজ) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সবাপতি অ্যাড. মোখরেছুর রহমান। তাকে সহযোগিতা করেন অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. আসাদুজ্জামান, আ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular