মুস্তাফিজের জন্যই হায়দরাবাদে জায়গা পেলেন না বোল্ট !

0
37

নিউজ ডেস্ক:

নবম আসরে প্রথমবারের মত আইপিএল খেলতে যান ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তার জাদুকরী কাটারে মুগ্ধ হয় সবাই। হায়দরাবাদের নয়নের মনি হয়ে ওঠেন ‘দ্য ফিজ’। দলপতি ওয়ার্নার তো বন্ধুর আসনে বসিয়ে দেন তাকে। সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ। সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নেন মুস্তাফিজ।

এই রত্নকে হাতছাড়া করার মত বোকামি করেনি হায়দরাবাদ। রেখে দিয়েছে। কিন্তু ছেড়ে দিয়েছে বর্তমান সময়ে ভয়ঙ্কর পেসারদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে!

মুস্তাফিজের জন্য এই বোল্ট একাদশে ঠাঁই পেতেন না। শিরোপার লড়াইয়ে হায়দরাবাদকে কেউ যখন গোনায় ধরেনি, তখন কাটার মাস্টারের জন্যই একের পর এক ম্যাচ জিতে চলে দলটি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নেন মুস্তাফিজ। তাই মুস্তাফিজকে সরানোর কোন প্রশ্নই ছিল না। ৮ ম্যাচে ১০ উইকেট নিয়ে সরে যেতে হয় বোল্টকে। এবার তার ঠাঁই হলো কলকাতা নাইট রাইডার্সে।