নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞা কাটিয়ে গত মাসের শেষ সপ্তাহেই কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। এসেই দুর্দান্ত সূচনা করেও স্টুটগার্ট ওপেনে সেমিফাইনালে থেমে যেতে হয় রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্লকে। সামনে এখন মাদ্রিদ ওপেন।
স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টেও দারুণ শুরু করেছেন শারাপোভা। রোববার প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৪-৬, ৬-৪ এবং ৬-০ সেটে পরাজিত করেন ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনিকে। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ এখন ইউজেনি বুচার্ড। কানাডিয়ান তারকা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ফ্রান্সের অ্যালিজ কোর্নেটকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন।
প্রসঙ্গত, এই বুচার্ডই শারাপোভাকে ‘প্রতারক’ বলেও মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, টেনিসে মাশাকে আজীবনের জন্য নিষিদ্ধ করারও দাবি জানিয়েছিলেন তিনি।
সূত্র : বিবিসি