বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ভারতীয় বোর্ড আমাকে এত টাকা দিতে পারবে না : ওয়ার্ন !

নিউজ ডেস্ক:

ভারতের কোচ নিয়োগ নিয়ে বিতর্ক চলছেই। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডির পরীক্ষা কীভাবে নেবেন হায়দ্রাবাদের মেন্টর ভি ভি এস লক্ষ্মণ, এটা তো স্বার্থের সংঘাতের মধ্যেই আটকে যাবে। এমন নানা বিতর্কের জেরে যখন কোচ নিয়োগের ব্যাপারকে ঘিরে প্রতিদিনই নিত্যনতুন বিতর্কের ঢেউ আছড়ে পড়ছে, তখনই সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন ভারত-পাকিস্তান ম্যাচের আগে জানালেন, আমি ভারতের কোচ হতে পারি। আগ্রহ আছে। কিন্তু বিনিময়ে আমি যে টাকা দাবি করব, তা ভারতীয় বোর্ড দিতে পারবে না। আই অ্যাম এক্সপেনসিভ। দল হিসেবে এখন ভারত খুবই শক্তিশালী। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আমার জুটিটা জমবে ভাল।

শেন ওয়ার্ন আরও বলেন, ভারতের এই দলটা খুব ব্যালান্সড। একটা ক্রিকেট দলের যা যা থাকা দরকার, সে সব গুণ রয়েছে। জাস্ট, ফাইন টিউন করে যেতে হয় কোচকে।

রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, একটু অবাক হলাম অবশ্যই। ভাল ফর্মে আছে। জেতাচ্ছে ভারতকে সব ধরনের খেলায়। যে কম্বিনেশনেই খেলুক না কেন ভারত, অশ্বিনকে বাদ দেওয়া যায় না। জানি না, চোট–আঘাত সমস্যা আছে কিনা ওর, অথবা অন্য কোনও কারণ। আমি তো ওকে এখন এক নম্বর স্পিনারের জায়গাটাই দেব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular