বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ব্র্যাডম্যানকে টপকিয়ে লারার রেকর্ড স্পর্শ অদম্য বিরাটের !

নিউজ ডেস্ক:

মাত্র ৬২টি টেস্ট খেলে এর মধ্যেই ৫টি দ্বিশতরান করে ফেলেছেন। ভারতীয়দের মধ্যে তার সামনে শুধু দুজন।
শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্র শেবাগ। এই দুই সাবেক ভারতীয়র ছয়টি করে দ্বিশতরান রয়েছে টেস্টে। নিশ্চয়ই বলে দেওয়া যায়, ভারতের অধিনায়ক বিরাট কোহলি থামবেন আরও অনেক দূরে যেয়ে।

নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট আরও চওড়া হয়ে উঠবে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল টেস্টের দ্বিতীয় দিনেই। তৃতীয় দিনে দেখা গেল তার পূর্ণ প্রকাশ। মোট ৩৮৭ মিনিট ক্রিজে কাটালেন ভারত অধিনায়ক। করলেন ২১৩। ইনিংসে ১৭টি চার এবং ২টি ছয়।

রবিবার কোহলি জামঠায় রাখলেন কিছু নজিরও।
অধিনায়ক হিসেবে বিশ্ব ক্রিকেটে তিনি ধরে ফেললেন সেই দুর্ধর্ষ বাঁহাতি ব্রায়ান চার্লস লারাকে। অধিনায়ক লারা করেছিলেন ৫টি দ্বিশতরান। রবিবার নাগপুর থেকে লারার সঙ্গে কোহলির নাম আসতেই পারে। কারণ, অধিনায়ক কোহলিরও ৫টি দ্বিশতরান। ভারতীয়দের মধ্যে তিনি ধরে ফেললেন রাহুল দ্রাবিড়কেও। বেঙ্গালুরুর মারাঠিরও যে রয়েছে ৫টি দ্বিশতরান।

এছারাও কোহলি টপকে স্যার ডন ব্র্যাডম্যানকে। অধিনায়ক হিসেবে ব্র্যাডম্যানের ছিল ৪টি দ্বিশতরান। যা দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কেরও রয়েছে। ভারতীয় হিসেবে কোহলি ভাঙলেন সুনীল গাভাসকারের ৪টি দ্বিশতরানের নজিরও। চলতি বছরে ৩ ধরনের ক্রিকেটে মোট ১০টি শতরান করলেন ভারতীয় অধিনায়ক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular