বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বের প্রথম ‘ক্রো ক্যাফে’

নিউজ ডেস্ক:

আড্ডা অথবা গল্পের জন্য সবচেয়ে ভালো স্থান ক্যাফে। আর এ জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত নিত্যনতুন চিন্তা ধারা মাথায় রেখে ক্যাফে তৈরি হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি লন্ডনে উদ্বোধন হয়েছে বিশ্বের প্রথম ‘ক্রো ক্যাফে’। লন্ডনের টাওয়ার হেমলেটসে অবস্থিত এ ক্যাফেটি।

গত রোববার (১৬ এপ্রিল) স্টার সানডে উপলক্ষে এ ক্যাফের উদ্বোধন করা হয় এবং এদিন শত শত মানুষ ভিন্নধর্মী এ ক্যাফেতে হাজির হয়েছিলেন। অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিলি পিপার।

এ ধরনের ভিন্নধর্মী একটি ক্যাফে তৈরির পরিকল্পনা প্রথম মাথায় আসে ৬১ বছর বয়সি তেভর স্মিথের মাথা থেকে। চার্লি গিলমারের সঙ্গে মিলে তিনি এ ক্যাফেটি তৈরি করেন। কাকের প্রতি মানুষের খারাপ ধারণা পরিবর্তন করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

মাত্র ছয় বছর বয়স থেকে কাকের সঙ্গে থাকেন তেভর স্মিথ, অন্যদিকে গত বছর একটি ম্যাগপাইকে রক্ষা করেছিলেন গিলমার। এখন সেটি তার সঙ্গেই থাকে।

গিলমার সংবাদমাধ্যমে বলেন, কাক খুবই সুন্দর, চতুর ও আকর্ষণীয় পাখি। আর কাকের প্রতি ভালো ধারণা তৈরির জন্যই এই প্রচেষ্টা।

শুধু পাখি দেখা নয়, এই ক্যাফেতে আসা সবাই খাবারও খেতে পারবেন। আর এই খাবারগুলোও কাক আকৃতির। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পানীয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular