বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বকাপ খেলার সুযোগ হারাল ওয়েস্ট ইন্ডিজ ! তবে…

নিউজ ডেস্ক:

২০১৯ বিশ্বকাপ খেলার সুযোগ হারালো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ! তবে এখনও পুরোপুরি সুযোগ নষ্ট হয়নি। বিশ্বকাপের টিকিট পেতে এখন গেইল-স্যামুয়েলসের খেলতে হবে বাছাইপর্ব।
তবে বাছাই পর্বে শীর্ষ দুইয়ে না থাকলে একেবারে বিশ্বকাপ খেলার সুযোগ হারাবেন ক্যারিবীয়রা।

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার ইংলিশদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ক্যারিবীয়দের। সে কথা মাথায় রেখেই ২০১৫ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে দলে রাখা হয়েছিল ক্রিস গেইলকেও। একেবারে খারাপ খেলেননি ক্যারিবীয় ব্যাটিং দানব। ক্রিস ওকসের বলে আউট হওয়ার আগে মাত্র ২৭ বলে তিন ছয় আর ২ চারে ৩৭ রান করেন তিনি। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যর্থতায় নির্ধারিত ৪২ ওভারে ২০৪ রানের বেশি সংগ্রহ করতে পারেননি গেইল-স্যামুয়েলরা। যে রান ৩০.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। আর এই হারের মধ্যে দিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট হারালো ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে শঙ্কায় পড়ে গেল তাদের বাছাইপর্ব উতরে বিশ্বকাপে অংশ নেওয়াও।

Similar Articles

Advertismentspot_img

Most Popular