বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে দেশ ছাড়লেন তামিম ইকবাল !

নিউজ ডেস্ক:

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রদর্শনী টি-২০ সিরিজ খেলতে শনিবার রাতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। দেশসেরা এ ব্যাটসম্যান মধ্যরাতে দুবাইয়ে যান।
সেখানেই জড়ো হচ্ছেন বিশ্ব একাদশে দলে থাকা বাকি ক্রিকেটাররা। এরপর তারা পাকিস্তান যাবেন বলে জানা গেছে।

আগামী ১২, ১৩ ও ১৫ই সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে টি-২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এরপরই দেশে ফিরবেন তামিম। পরে দলের সঙ্গে যাত্রা করবেন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে কোন ১৪ ক্রিকেটার পাকিস্তানে খেলতে যাবেন। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন তামিম। সাকিব আল হাসানের নাম শোনা গেলেও, তিনি নেই এই দলে। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। এছাড়াও আছেন একই দেশের আরো চার ক্রিকেটার- হাশিম আমলা, মরনে মর্কেল, ডেভিড মিলার, এবং ইমরান তাহির।

Similar Articles

Advertismentspot_img

Most Popular