বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন মাশরাফি

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটারও তিনি।

শুক্রবার সন্ধ্যায় দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

মাশরাফির নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও জিততে চায় রংপুর।

শিরোপার স্বাদ পেতে এরই মধ্যে রংপুর রাইডার্স দলে নিয়েছে ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, থিসারা পেরেরার মতো ক্রিকেটারদের। এছাড়া ডেভিড ওযার্নার ও ক্রিস মরিসও রংপুরের হয়ে খেলতে পারেন বলে গুঞ্জন চলছে।

প্রসঙ্গত, মাশরাফির নেতৃত্বে ঢাকা দু’বার এবং কুমিল্লা একবার শিরোপা জিতেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular