নিউজ ডেস্ক:
২২২ মিলিয়ন ইউরোতে সম্প্রতি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসেন নেইমার। অনেকেই এ জন্য নেইমারের সমালোচনা করেছেন।
কেউ বলেছেন, ব্রাজিলের এই তারকা ফুটবলার অর্থের লোভে বার্সেলোনা ছেড়েছেন। ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে কিন্তু তা মনে করছেন না। তার বক্তব্য বার্সেলোনা ছেড়ে তার স্বদেশী নেইমার ঠিকই করেছেন।
পেলের মতে, ক্যাম্প ন্যুতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়ার এর ছেয়ে ভালো কোনো উপায় ছিল না। মেসির সঙ্গে কঠিন প্রতিযোগিতার কারণে এখন বহুল কাঙ্ক্ষিত ব্যালন ডি অর জেতার সৌভাগ্য হয়নি নেইমারের। সম্প্রতি মার্কাকে দেয়া সাক্ষাৎকারে পেলে বলছেন, এবার সেই স্বপ্ন আর অধরা থাকছে না নেইমারের। তিনি শীঘ্র এটি জিততে চলেছেন।
বার্সেলোনায় যত ভালোই করুন না কেন সব আলো থাকে মেসিকে ঘিরে। পিএসজিতে আসার পর এই ঝামেলাটা নেই। পারফর্মেন্স যেমন করছেন তেমনই হইচই নেইমারকে ঘিরেই বেশি হচ্ছে। পেলে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড়। আমি মনে করে তার চলে আসাটা ঠিকই ছিল। কারণ বার্সেলোনায় মেসির সঙ্গে প্রতিযোগিতায় ঠিকে থাকা বেশ কঠিন। এটা নেইমারের জন্য ভালো একটি সুযোগ। কারণ এখন সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে। নেইমার অন্যতম সেরা খেলোয়াড় এ নিয়ে কোনো সন্দেহ নেই।
সূত্র : ইএসপিএন