বাজিতে হেরে ডেটে টেনিস তারকা !

0
30

নিউজ ডেস্ক:

বাজিতে হেরে গিয়ে ডেটে যেতে হচ্ছে কানাডিয়ান টেনিস তারকা ইউজনি বুচার্ডকে। রবিবার রাগবিতে খেলা ছিল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের সঙ্গে আটলান্টা ফালকানসের। বুচার্ড বাজি ধরেছিলেন ফালকানসের হয়ে। টুইটারে ২২ বছর বয়সী টেনিস সুন্দরী বলেছিলেন, ‘‌এই ম্যাচটা ফালকানস জিতবে। আমার সমর্থন রয়েছে ওদের সঙ্গে। ’‌

যা দেখে এক প্যাট্রিয়টস প্রেমী রিটুইট করে বলেন, ‘‌আমরাই জিতব। আর জিততে পারলে আপনাকে আমার সঙ্গে ডেটে যেতে হবে। ’‌ কোনও কিছু না ভেবে বুচার্ড জানান, ‘‌ঠিক আছে। তবে তার প্রয়োজন হবে না। কারণ জিতব আমরাই। ’‌ খেলায় ফালকানস এক সময় ২১–০ এগিয়ে যায়। কিন্তু হার মানেনি প্যাট্রিয়টস। টম ব্রাডির নেতৃত্বে তারা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত প্যাট্রিয়টস জেতে ৩৪–২৮ পয়েন্টে। খবরটা সোমবার সকালে পান বুচার্ড। কিন্তু বাজির কথা তিনি ভোলেননি। তাই ডেটে যেতে রাজি হয়েছেন তিনি।