বছর শেষে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ !

0
34

নিউজ ডেস্ক:

অভিষেকের পর ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুবাদে বছর শেষে ২৯তম অবস্থানে কাটার মাস্টার।

হাতে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে লেন মুস্তাফিজ। তবে ফিরেই পুরোনো ছন্দে সময়ের সেরা এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে সিরিজ হারলেও দু’টি ম্যাচে অংশ নিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। এতেই র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে এছেসেন তিনি।