ফ্লপ অব দ্য ডে!

0
44

নিউজ ডেস্ক:

ওয়ানডের স্বপ্নের ফর্মটা টেস্টে একদম অনুবাদ করতে পারছেন না বাবর আজম। অপরাজিত একটি হাফসেঞ্চুরি ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা হতাশায় কেটেছে পাকিস্তানের এই ব্যাটসম্যানের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টেও ভাঙতে পারেননি তিনি ব্যর্থতার এ বৃত্ত। প্রথম ইনিংসে ১৯ করার পর দ্বিতীয় ইনিংসে আউট ১৪ রানে। আজমদের এ ব্যর্থতায় পাকিস্তানও ব্যাকফুটে।