বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফাফ ডু প্লেসিস ইনজুরিতে ,টি২০ সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক জেপি ডুমিনি !

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও একদিনের সিরিজে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এতেও ২-০ ব্যবধানে জিততে চায় প্রোটিয়ারা। ফাফ ডু প্লেসিস ইনজুরিতে পড়ায় টি২০ সিরিজে অধিনায়কত্ব পেয়েছেন জেপি ডুমিনি। অধিনায়ক বদলে গেলেও লক্ষ্যটা এক দক্ষিণ আফ্রিকার।

ব্লমফন্টেইনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডুমিনি ২-০তে টি২০ সিরিজ জেতার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাই বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের শেষটাও বেশ কঠিন হতে যাচ্ছে।

ডুমিনি বলেন, আমি মনে করি, টি-টোয়েন্টি সিরিজে লড়াই হবে। ফরম্যাট যত সংক্ষিপ্ত হয় দুই দল তত কাছাকাছি চলে আসে। বাংলাদেশ ভয়ঙ্কর একটি দল। কিন্তু টেস্ট ও ওয়ানডে সিরিজ যেভাবে জিতেছি সেভাবেই জেতার লক্ষ্য থাকবে আমাদের। সিরিজ জিততে চাই ২-০ ব্যবধানে। আশা করি, এবার অধিনায়ক হিসেবে একটি সিরিজ জিততে পারব।

ডুমিনি আরও বলেন, ওদের হারানোর কিছু নেই, সেদিক থেকে ওরা বিপজ্জনক হতে পারে। আবার এমন হতে পারে ওরা বিমানে এক পা দিয়ে ফেলেছে। হতে পারে দেশে ফিরে যেতে চায়। এটা আগামীকাল বোঝা যাবে। আমাদের মনোযোগ থাকবে আমরা কি করতে চাই সেদিকে। চোট সমস্যা ওদের ভোগাচ্ছে, সেটা আমাদের কোনো কোনো দিক থেকে সহায়তা করবে। আবার এটা একই সঙ্গে তরুণ এক জন ক্রিকেটারের নিজেকে মেলে ধরার সুযোগও, যা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular