বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা !

নিউজ ডেস্ক:

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে  বিসিবি। অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।

আর তামিম ইকবালের পরিবর্তে দলে ফিরেছেন মুমিনুল হক।

উরুতে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তামিম ইকবাল। ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুল সর্বশেষ বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন।

উল্লেখ্য, ম্যাঙ্গায়ুং ওভালে ২৬ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে সাকিব ও তার দল। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে দ. আফ্রিকা সফর শেষ করবে লাল-সবুজের ক্রিকেটাররা।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাইফউদ্দিন ও তাসকিন আহমদে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular