বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পেনাল্টি শুট আউটে রিয়ালকে হারাল ম্যান ইউ !

নিউজ ডেস্ক:

কয়েকদিন পরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে ইউরোপিয়ান সুপার কাপে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই ম্যাচের আগে জিদান বাহিনীকেকে সতর্ক বার্তা দিলেন হোসে মরিনহো। রবিবার ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপে ১২ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের পেনাল্টি শুট আউটে হারিয়ে দিল রেড ডেভিলস।

রবিবারও লেভিস স্টেডিয়ামে ম্যান ইউ-রিয়াল ম্যাচ দেখতে৬৫০০০ দর্শক আসনের পুরোটাই ভরে গিয়েছিল। এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার। ৭ মিনিটেই মার্শিয়ালের দুরন্ত শট আটকে দেন নাভাস। এরপর রিয়াল ধীরে ধীরে ম্যাচে ফেরে।

ম্যাচের ৪৫ মিনিটে মার্শিয়াল ‘লসব্লাঙ্কোস’দের তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলে পাস বাড়ান ফাঁকায় দাঁড়ানো নিলগার্ডকে। তা থেকে স্কোরলাইন ১-০ করেন এই স্ট্রাইকার। বদলী খেলোয়াড় হিসেবে নামা কাসেমিরো ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন। নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ অবস্থায় শেষ হয়।

ক্যালিফোর্নিয়ায় নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলের সমতা থাকার পর গোলরক্ষক দাভিদ দে হেয়ার নৈপুণ্যে টাইব্রেকারে ২-১ গোলে জিতে ইউনাইটেড। শুটআউটে ১০টির মধ্যে সাতটি পেনাল্টিতেই গোল হয়নি।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular