বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পিএসজি’র সাথে নেইমারের চুক্তি সোমবার !

নিউজ ডেস্ক:

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটছে। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার! সোমবার প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি করার কথা রয়েছে তার।  স্প্যানিশ গণমাধ্যম ‘এ বোলা’ এবং আরএমসি তাদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

এ ব্যাপারে এ বোলা’র দাবি, নেইমারের চুক্তি সংক্রান্ত বিষয়ে পিএসজির সঙ্গে দেন-দরবার করছে একটি কোম্পানি। যার নেতৃত্বে রয়েছেন ব্রাজিলিয়ান তারকার বাবা নেইমার সিনিয়র। সংবাদমাধ্যমটি জানায়, চুক্তিটি সম্পন্ন হলে নেইমারের বাবাকে ফরাসি জায়ান্টরা ৩৬ মিলিয়ন ইউরো দেবে।

এদিকে, ন্যু-ক্যাম্পে নেইমারকে রাখার জন্য ২২২ মিলিয়ন রিলিজ ক্লজ বেঁধে দেয় বার্সেলোনা। তবে সেই মূল্য পরিশোধ করেও নেইমারকে নিতে রাজি পিএসজি।

সূত্র: গেটফুটবলনিউজফ্রান্স.কম

Similar Articles

Advertismentspot_img

Most Popular