নিউজ ডেস্ক:
একটি ম্যাচের জন্য পাকিস্তানের লাহোরে উড়ে গিয়েছিলেন এনামুল হক বিজয়। অথচ সেখানে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। হেরে গেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সও। শঙ্কা আর দুঃশ্চিনার ফাইনালে কোয়েটাকে ৫৮ রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে ড্যারেন স্যামির পেশাওয়ার জালমি।
কামরান আকমলের ৩২ বলে ৪০ আর শেষ দিকে ড্যারেন স্যামির ১১ বলে ২৮ রানের সুবাদে কোয়েটার সামনে ১৪৯ রানের লক্ষ্য দেয় পেশাওয়ার জামলি। তবে লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সারির তিন ব্যাটসম্যান মর্নে ভন উইক, আহমেদ শেহজাদ ও এনামুল হক। প্রথম দু’জন রান করেছেন এক করে। সেক্ষেত্রে এনামুল অবশ্য ৩ রান করেন। এজন্য তাকে খেলতে হয়েছে ৯টি বল। বাঁহাতি স্পিনার মোহাম্মদ আসগরকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন ক্রিস জর্ডানের হাতে। কোয়েটা পরে গুটিয়ে যায় ৯০ রানেই।