নিউজ ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ইনজুরির কারণে দেশের মাটিতে অনুষ্ঠিত পিএসএলের প্রথম ফাইনাল আসর থেকে ছিটকে পড়েছেন এ তারকা ক্রিকেটার। রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে মিলিত হচ্ছে আফ্রিদির দল পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটরস।
গতকাল শনিবার এ পাকিস্তানি অলরাউন্ডার এক ভিডিও বার্তায় জানান, ডাক্তারের পরামর্শে তাকে দশদিন বিশ্রামে থাকতে হচ্ছে। ফলে ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে না তার।
এর আগে, করাচি কিংসের বিপক্ষের ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন আফ্রিদি। তার ডান হাতের আঙ্গুলে চিড় ধরায় ১২টি সেলাই লেগেছে।
অন্যদিকে, লাহোরে সম্প্রতি বোমা হামলার ঘটনায় ২৩ জন নিহত ও শতাধিক মানুষ অাহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বিদেশি ক্রিকেটাররা। এরই মধ্যে তারা লাহোরে ফাইনাল খেলতে আপত্তি জানিয়েছেন। যদিও পিএসএলের ফাইনাল ছাড়া অন্যসবকটি ম্যাচই হয়েছে দুবাইতে। তবে সব কিছু ছাপিয়ে লাহোরেই ফাইনালের আয়োজন করতে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।