পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনায় আফ্রিদি !

0
33

নিউজ ডেস্ক:

পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। উত্তরসূরিদের সময়ের সেরা তারকা বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সকে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে বলেছেন পাকিস্তানের এক সময়কার তারকা এই অলরাউন্ডার। তার মতে, কোহলি, ডি ভিলিয়ার্সরাই তরুণ পাক ক্রিকেটারদের টার্গেট হওয়া উচিত।

সম্প্রতি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানি ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে ৩৬ বছর বয়সী সাবেক অধিনায়কের বক্তব্য, ওরা ধারাবাহিকভাবে ভাল করতে চাইলে লক্ষ্যই বদলাতে হবে। তিনি বলেন, আমার মনে হয়, ছবিটা বদলাবে। নতুন ক্রিকেটাররা আসছে। কিন্তু আগে যে ধরনের প্রতিভাধর ছেলেরা আসত, এখন তেমন দেখা যাচ্ছে না।

তিনি বলেন, আসলে প্রশ্নটা দৃষ্টিভঙ্গি, মানসিকতার। আমাদের ক্রিকেটাররা যেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেই সন্তুষ্ট। ওদের লক্ষ্য হওয়া উচিত বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্সের মতো বিশ্বসেরাদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া।