বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নেইমারকে স্বাগত জানাতে সেজে উঠল আইফেল টাওয়ারও !

নিউজ ডেস্ক:

নেইমার প্যারিসে পা রেখেছেন মাত্র একদিন হল। এরই মধ্যে ব্রাজিলিয়ান তারকার ১০ নম্বর জার্সিটি ১০ হাজারেরও বেশি সংখ্যক বিক্রি হয়ে গেছে।

এবার তাঁকে স্বাগত জানাতে সেজে উঠল আইফেল টাওয়ারও।

বৃহস্পতিবারই পিএসজি’র হয়ে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন নেইমার। তবে আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় শনিবার পিএসজি’র হয়ে নামতে পারলেন না তিনি। তবে মাঠে না নামলেও রিজার্ভ বেঞ্চে বসে দলের খেলা বেশ উপভোগ করলেন তিনি। লিগ ওয়ানের প্রথম ম্যাচে তার দল জিতল ২-০ ব্যবধানে। গোল করলেন কাভানি ও পাস্তরে।

নেইমারকে কিনতে ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করেছে ফরাসি ক্লাব পিএসজি। গত বছর অগাস্টে জুভেন্টাস থেকে পল পগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফরাসি মিডিওর সেই রেকর্ড ভেঙে খান খান ব্রাজিলিয়ানের কাছে।

জানা গেছে, তাঁকে ক্লাবে খেলানোর জন্য সবমিলিয়ে খরচ হচ্ছে ৪৫ কোটি ইউরো। আর নেইমার আয় করবেন প্রতি সপ্তাহে আট লাখ ৬৫ হাজার ইউরো হিসেবে প্রতি বছর সাড়ে চার কোটি ইউরো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular