বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নেইমারকে নিয়ে দুশ্চিন্তায় লা লিগা কর্মকর্তারাও !

নিউজ ডেস্ক:

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে দুরন্ত জয়ের পর ব্রাজিলীয় তারকা নেইমার য ভাবে দর্শকদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে মাঠ ছাড়লেন তাতে জল্পনা তুঙ্গে। রবিবার মায়ামিতে বার্সেলোনার হয়ে কি শেষ ম্যাচ খেলে ফেললেন নিমার এই প্রশনই এখন সবার মুখে মুখে।

ইন্টারন্যাশনাল কাপে প্রথম দুটি ম্যাচে বার্সার জয়ের নায়ক ছিলেন নেমার। কিন্তু এদিন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে সেরা ছন্দে পাওয়া যায়নি তাকে। ম্যাচের ৭৩ মিনিটে নেইমারকে তুলে নেন আর্নেস্তো ভালভার্দে। যদিও ম্যাচের পরে বার্সা ম্যানেজার বলেছেন, নেইমারকে ধরেই আসন্ন মৌসুমের জন্য স্ট্র্যাটেজি তৈরি করছি। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমার মনে হয় না নেইমার ক্লাব ছাড়বে।

এদিকে ব্রাজিলীয় তারকা নেইমারের বার্সা ছাড়ার জল্পনায় আতঙ্কিত হয়ে পড়ছেন লা লিগা প্রধান হাভিয়ার তেবাসও। এমনকি পিএসজি-এর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছে উয়েফায়। তিনি বলেছেন, যে ভাবে রেকর্ড অর্থে ২৫ বছর বয়সি নেইমারকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে পিএসজি, তা মেনে নেওয়া যায় না। বার্সার মতো অন্য ক্লাবগুলোও ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে। আকর্ষণ কমবে লা লিগার। এই ভাবে ফুটবলার কেনা-বেচা বন্ধ করার জন্য উয়েফার কড়া হওয়া উচিত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular