নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞা কাটিয়ে রাতে সেভিয়ার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। আজ সেভিয়াকে হারালেই রিয়ালকে টপকে শীর্ষে উঠে যাবে বার্সা। বর্তমানে বার্সার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় বার্সা-সেভিয়া ম্যাচের দুই ঘণ্টা পর মাঠে নামবে রিয়ালও। জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ লেগানেস। মেসির সঙ্গে ম্যাচে ফিরছেন বিশ্রামে থাকা ডিফেন্ডার জেরার্ড পিকে ও স্যামুয়েল উমতিতিও।