শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিজেকে ফিট রাখতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুমিনুল !

নিউজ ডেস্ক:

বাংলাদেশের ‘লিটল বয়’ তিনি। টেস্ট ক্রিকেটে দলের অন্যতম ভরসাও। বলছিলাম মুমিনুল হকের কথা, আর কয়দিন বাদেই শুরু হচ্ছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প।

মূলত আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখেই মিরপুরে ১০ জুলাই থেকে শুরু হবে এ কন্ডিশনিং ক্যাম্প। তার আগেই নিজেকে ফিট রাখতে এখন মিরপুর ক্রিকেট একাডেমিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাইগারদের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক।

জিম করছেন, করছেন রানিংও। আপাতত তার সবিশেষ গুরুত্ব এই দুটো বিষয়ের ওপরেই। এরপর তিনি ভাববেন ব্যাটিং ও বোলিং নিয়ে।

সোমবার (৩ জুলাই) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি একথা বলেন। মুমিনুল জানান, ‘জিম এবং রানিং সেশনে গুরুত্ব দিচ্ছি। অনেকদিন পর অনুশীলনে আসলে আমার মনে হয় ফিটনেস নিয়ে কাজ করা উচিত। তারপরে ব্যাটিং-বোলিংয়ে আস্তে আস্তে যাব।

এ বছরের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের টেস্টের প্রথমটিতে একেবারেই প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেননি মুমিনুল। প্রথম ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৭ আর দ্বিতীয় ইনিংসে ছিল মাত্র ৫ রান। যা তাকে ছিটকে দেয় সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট থেকে।

বিষয়টি যে কোনো প্রসিদ্ধ ব্যাটসম্যানের মন খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু মুমিনুলের বেলায় তেমনটি হচ্ছে না। বরং চাইছেন ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়ার সিরিজ দিয়েই ছন্দে ফিরতে। তবে সেই কাজটি খুব বেশি সহজ হবে না বলেও বিশ্বাস এই টাইগার টেস্ট ব্যাটসম্যানের।

তিনি যোগ করেন, খারাপ খেললেও আবার ওভারকাম করতে হবে। ওভারকাম করা চ্যালেঞ্জ হবে। আশা করি ওভারকাম করতে পারবো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular