নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাঁশাটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপানা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সকালে ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন। বিদ্যালয়ের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, জেলা পরিষদ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, শিল্পতি আজহারুল ইসলাম মঞ্জু, চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি মো. এমদাদুল হক ভূইয়া, গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, চন্ডীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদির মেম্বার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মাসুদুল হক ও রাজিয়া সুলতানা’র সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন ভূইয়া, সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম ভূইয়া, ক্রীড়া শিক্ষক মোঃ রিপন মিয়ার পরিচালনায় ক্রীড়া প্রতিযোগীতায় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ূম আকন্দ, ডাঃ মোঃ মাহবুবুল ইসলাম খান, মো. জাকির হোসেন বকুল, মো. বোরহান উদ্দিন আকন্দ, মো. রফিউল আলম দায়িত্ব পালন করেন। বিকালে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন এবং বিদ্যালয়ের উন্নয়নে ভবন নির্মাণ সহ বিভিন্ন ঘোষণা প্রদান করেন।