বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনংিহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আনন্দঘন ও জাকজমকপূর্ণ পরিবেশে বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম বাবুলের পরিচালনায় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গাংগাইল ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউল করিম বাবুল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংবাদিক আবুল হাসেম ও এহতেশামুল হক শাহীনের উপস্থাপনায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইঁয়া, আওয়ামীলীগ নেতা আতাউল করিম বাবুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান সাংবাদিক এনামুল হক বাবুল বক্তব্য রাখেন। এছাড়া নান্দাইল প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুল হক ভূইঁয়া, সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাব নান্দাইল সেক্রেটারী শামছ- তাবরিজ- রায়হান উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকের সঞ্চালনায় ক্রীড়া পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক মুজিবুর রহমান, শামসুল হক, শিক্ষিকা জেবুন্নেসা দীপ্তি ও শাপলা আক্তার। ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular