বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

নতুন সূচি প্রকাশ করেছে কোপা আমেরিকা

নিউজ ডেস্ক:

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে চলতি বছরের জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মহামারি আকারে ছড়িয়ে পড়ায় স্থগিত হয়ে যায় দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। সম্প্রতি স্থগিত হওয়া এই আসরের নতুন সূচি প্রকাশ করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

সূচি অনুসারে ঠিক এক বছর পিছিয়ে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১১ জুন শুরু হবে কোপা আমেরিকা। এই আসরের পর্দা নামবে ১১ জুলাই।

এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে চিলির মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা। একই দিনে থাকবে একই গ্রুপের আরো দুই ম্যাচ। প্রথম দিনেই টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল উরুগুয়ে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এছাড়া আরেকটি ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও বলিভিয়া।

কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম দুটি দেশ (আর্জেন্টিনা ও কলম্বিয়া) একসঙ্গে স্বাগতিক হচ্ছে। আসরের উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনায় ও ফাইনাল হবে কলম্বিয়ার মাঠে। আর্জেন্টিনার ৫ ও কলম্বিয়ার চারটি ভেন্যুতে টুর্নামেন্টের ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আর্জেন্টিনায় ১৮টি ও কলম্বিয়ার মাঠে হবে ২০টি ম্যাচ।

টুর্নামেন্টের গ্রুপিং আগেই করা হয়েছিল । অংশগ্রহণকারী ১২ দলকে সাউথ ও নর্থ জোনে ভাগ করা হয়েছে। সাউথ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের ২ ম্যাচ ও সেমিফাইনালের ১টি ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা।

অন্যদিকে কলম্বিয়াতে অনুষ্ঠিত হবে নর্থ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ২ ম্যাচ, সেমিফাইনালের ১টি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল ম্যাচ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular