নিউজ ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিস স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হল। বোর্নমাউথের বিপক্ষের সেই ম্যাচে টাইরন মিংসকে কনুই দিয়ে গুঁতো দেয়ার অপরাধে বিশ্বফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে এই শাস্তি দেওয়া হল।
ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বুধবার ইব্রাহিমোভিচের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে আগামী সোমবার চেলসির বিপক্ষে এফএ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
এছাড়া প্রিমিয়ার লিগে মিডলসবার্গ এবং ওয়েস্টব্রম উইচের বিপক্ষেও দর্শকের ভূমিকায় থাকতে হবে এই তারকা ফুটবলারকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ৪ এপ্রিল ওল্ড ট্র্যাফোর্ডে এভার্টনের বিপক্ষে ম্যাচে ফিরবেন ইব্রাহিমোভিচ।