বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

তাসকিন ও মুস্তাফিজের সমস্যা হচ্ছে: বিসিবি সভাপতি !

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেরও হেরেছে সফরকারী বাংলাদেশ। এরপর দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও সফলতার দেখা পায়নি টাইগাররা। ২০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে পুরোপুরি এলোমেলো এখন টিম বাংলাদেশ।

তবে এরই মাঝে পুরো দক্ষিণ আফ্রিকা সফরে চোখে পড়েছে টাইগার পেসারদের ভূমিকা। ঐ উইকেটকে যেখানে বলা হয় পেসারদের স্বর্গরাজ্য, সেখানে পেসারদের বল নির্বিষ রূপে ধরা দিয়েছে। অন্যদিকে, প্রথম টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের ৪ উইকেটর মধ্যে ৩টি তুলে নিয়েছেন স্পিনাররা।

এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, তিনি দু’জন পেসারের বোলিংয়ে সমস্যা খুঁজে পেয়েছেন। সেই দুই বোলার হলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। শুক্রবার তিনি সাংবাদিকদের বললেন, রুবেল আগের মতোই বোলিং করছে। মাশরাফিও আগের মতোই আছে।
সমস্যা হচ্ছে মুস্তাফিজ ও তাসকিন এই দুই বোলারকে নিয়ে। গত ৪ বছরে এই দুই বোলারই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছে।

পাপন বললেন, শুরু থেকে দেখেছি, তাসকিন জোরে বোলিং করে। হঠাৎ করে তার লাইন-লেংথ একদমই খারাপ হয়ে গেছে। শুধু এই সিরিজে নয়, আগে থেকেই এটা হচ্ছে। গতিটাও আগের চেয়ে কমে গেছে! ওর একটা সমস্যা হয়েছে। কী সমস্যা, সেটা দেশে ফেরার পর দেখা হবে।

এসময় মুস্তাফিজের ব্যাপারেও কথা বলেন পাপন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, সে আমাদের সেরা পেসার। ওর বোলিং কিন্তু খারাপ হচ্ছে না। তবে কাটার আর আগের মতো হচ্ছে না। লাইন-লেংথ-গতি ঠিক আছে। আমাদের বলা হয়েছিল অস্ত্রোপচারের পর আগের অবস্থায় আসতে ওর ১ বছর লাগবে। মুস্তাফিজকে নিয়ে আমাদের চিন্তা নেই। আশা করি, শিগগির সে ফিরে আসবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular