নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর চারদিক থেকে ‘ফিনিশার’ নাসিরকে ফেরানোর দাবি উঠছে। তবে দর্শক-সমর্থকরা যাই বলুক, তাতে মন গলছে না জাতীয় দলের কোচ চন্দিকা হাথুরুসিংহের। উল্টো অজুহাত দেখাচ্ছেন তিনি।
এদিন জাতীয় দলের প্রধান কোচের সামনে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। ইংল্যান্ড সিরিজে সুযোগ পেয়ে ব্যাট-বল হাতে জ্বলে উঠার পর বিপিএলে ভালো পারফর্ম, সর্বশেষ জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি- তারপরও কেন নাসিরকে দলে নেয়া হচ্ছে না। জবাবে হাথুরুসিংহে বলেন, নাসিরকে কোন জায়গাটায় নেবো? আমার দলে একই পজিশনে খেলার মত মোসাদ্দেক, মিরাজ ও শুভাগত হোম আছে। এই তিনজনের চেয়ে নাসির গত দুই বছরে এমন কী পারফরম্যান্স করেছে যে তাকে আমি নেবো। এই তিনজনের জায়গায় কিভাবে তাকে দলে নেবো? আমি কী তাহলে একই জায়গায় চারজনকে নেবো?’
এখন প্রশ্ন হলো বছরের বেশির ভাগ সময়ই যদি একজন ক্রিকেটারকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়, তাহলে তার কাছ থেকে কিভাবে প্রতিভা বের করা সম্ভব। তাকে তো সুযোগ দিতে হবে। তাছাড়া তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। অনেক ম্যাচ তিনি নিজ হাতে বের করে এনেছেন, যা দেখেছে ক্রিকেট বিশ্ব। অফ ফর্মে থাকার পরও যেখানে একজন ক্রিকেটারকে বার বার সুযোগ দেওয়া হয় দলের আগের অবদানের কথা ভেবে, সেখানে ফর্মে থাকার পরও উপেক্ষিত নাসির। তাহলে কি বাংলাদেশের ক্রিকেটে নাসিরের কোনো অবদান নেই!