নিউজ ডেস্ক:
মারামারি করে সম্প্রতি গ্রেফতার হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের জন্য বুধবার ঘোষিত ১৬ সদস্যের ইংল্যান্ড দলে রাখা হয়েছে বেন স্টোকসকে।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয়ের পর সোমবার মারামারি করার অভিযোগে গ্রেফতার হন স্টোকস।
পরে মুক্তি পেলেও ২৬ বছর বয়সী স্টোকসের বিষয়ে তদন্ত চলছে।
ঘোষিত দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ- ফাস্ট বোলার ক্রেইগ ওভারটন, লেগ স্পিনার ম্যাসন ক্রেন ও উইকেটরক্ষক ২৪ বছর বয়সী বেন ফোকস।
ই্ংল্যান্ড দল : এলিস্টার কুক, মার্ক স্টেনম্যান, জেমস ভিন্স, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস এন্ডারসন, গ্যারি ব্যালেন্স, জ্যাক বল, ক্রেইগ ওভারটন, ম্যূাসন ক্রেন, বেন ফোকস (উইকেটরক্ষক)।