বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টানা দ্বিতীয় জয় চেলসির নিজেদের মাঠে ৩-১ গোলে !

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে এডেন হ্যাজার্ডের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। শনিবার নিজেদের মাঠে ৩-১ গোলে জিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। বাকি গোলটি করেছেন আলভারো মোরাতা।

স্ট্যামফোর্ড ব্রিজে দ্বাদশ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডুয়াইট গেইলের গোলে পিছিয়ে পড়ার নয় মিনিট পর হাজার্ডের লক্ষ্যভেদে সমতায় ফেরে চেলসি। ৩৩তম মিনিটে ভিক্টর মোজেসের ক্রসে কাছ থেকে হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। আর ৭৪তম মিনিটে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড।

১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular